বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে দুস্ত-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাব-১ 287 0
ছবি,কম্বল বিতরণকালে গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন
খবরের সময় ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে র্যাব-১ কর্তৃক সপ্তাহব্যাপী বিভিন্ন জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা চলছে।কর্মসূচীতে গত ০১ জানুয়ারি ২০২১ তারিখ গাজীপুরে অবস্থিত বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের সময় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে,গত ০৪ জানুয়ারি ২০২১ তারিখ বৃক্ষরোপন কর্মসূচী পালন,০৫ জানুয়ারি ২০২১ তারিখ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।
এছাড়াও র্যাব সেবা সপ্তাহ উৎযাপন উপলক্ষে অদ্য ০৭ জানুয়ারি ২০২১ তারিখ র্যাব-১,গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর উপস্থিতিতে গভীর রাতে পোড়াবাড়ী,সালনা বাজার,চান্দনা চৌরাস্তা,জয়দেবপুর রেল স্টেশন সহ গাজীপুরের বিভিন্ন জনবহুল এলাকায় দুস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে আসামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ দুস্থদের মাঝে খাবার বিতরণ ও ১১ জানুয়ারি ২০২১ তারিখ দারিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি প্রদান করা হবে।